বাজিস-৭ : শেরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রণোদনা প্রদান

118

বাজিস-৭
শেরপুর- প্রণোদনা
শেরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রণোদনা প্রদান
শেরপুর, ১৬ জুন ২০২০ (বাসস): জেলার সদর উপজেলায় সবজি-পুষ্টি বাগান স্থাপন প্রণোদনা কর্মসুচীর আওতায় আজ মঙ্গলবার ৪৪৮ জন কৃষকের মাঝে বীজ ও অনুদানের অর্থ প্রদান করা হয়।
দশ প্রকারের সবজি বীজের মধ্যে রয়েছে- মুলা, লালশাক, ডাটাশাক, পুইশাক, সীম, গিমা কলমী, হাইব্রিড করলা, হাইব্রিড ঝিঙ্গা, হাইব্রিড লাউ ও হাইব্রিড মরিচ।
এছাড়া প্রত্যেক কৃষককে জৈব ও অজৈব সার বাবদ ৪৩৫ টাকা, বেড়া বাবদ একহাজার টাকা, পরিচর্যা বাবদ পাঁচশ’ টাকা সহ মোট এক হাজার ৯৩৫ টাকার চেক প্রদান করা হয়।
সদর উপজেলা পরিষদ চত্বরে বাছাইকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ওইসব সবজি বীজ ও প্রনোদনার অর্থ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন।
এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/১৭৪৫/এমকে