চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত আরো ১৭১জন

479

চট্টগ্রাম, ১৬ জুন, ২০২০ (বাসস) : চট্টগ্রামে সর্বশেষ রিপোর্ট অনুযায়ী আরো ১৭১ জনের করোনাভ্ইারাস পজিটিভ শনাক্ত হয়েছে। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৬ জন ও মৃত্যু হয়েছে ৩ জনের।
সিভিল সার্জন ডা.সেখ ফজলে রাব্বি আজ সকালে নিয়মিত রিপোর্ট প্রকাশ করতে গিয়ে এ তথ্য জানিয়ে বলেন,নতুন আক্রান্তদের মধ্যে নগরীর ৭৯ জন এবং বিভিন্ন উপজেলার ৯২ জন রয়েছেন।
তিনি জানান, পাাঁচটি ল্যাবে মোট ৫৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। এদিন বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়নি। এনিয়ে এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় আক্রান্তের মোট সংখ্যা ৫ হাজার ৪০৬ জন।
ল্যাব ভিত্তিক ব্যাখ্যায় সিভিল সার্জন বলেন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৩৫টি নমুনা পরীক্ষায় ৪৬ জন, চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ল্যাবে ৪৪টি নমুনা পরীক্ষায় ১৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৩৭টি নমুনা পরীক্ষায় ৪২ জন এবং ভেটেরিনারি বিশ^বিদ্যালয়ল্যায়ে ১৫৫টি নমুনা পরীক্ষায় ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া, কক্সবাজার ল্যাবে চট্টগ্রামের ২৮টি নমুনা পরীক্ষায় আরও ৯ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।