বাসস দেশ-৯ : চট্টগ্রামের বরখাস্তকৃত জেলার সোহেল রানার এক মামলায় জামিন

114

বাসস দেশ-৯
জেলার – জামিন
চট্টগ্রামের বরখাস্তকৃত জেলার সোহেল রানার এক মামলায় জামিন
ঢাকা, ১৬ জুন ২০২০(বাসস) : চট্টগ্রাম কারাগারের বরখাস্তকৃত জেলার সোহেল রানা হাইকোর্ট থেকে একটি মামলায় জামিন পেয়েছেন। তবে দুদক এ আদেশের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে।
বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ অর্থপাচার ও মাদক আইনে আনা এ মামলার আসামি বরখাস্তকৃত জেলার সোহেল রানার জামিন নিয়মিত কোর্ট খোলার এক সপ্তাহ পর্যন্ত মঞ্জুর করেন।
ডেপুটি এটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক বাসস’কে এ কথা জানান।
আজ ভার্চ্যুয়ালী শুনানিতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি
এটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
সোহেল রানার জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী নাহিদ সুলতানা জ্যুতি ও শাকিলা রওশন।
২০১৮ সালের ২৭ অক্টোবর ভৈরব রেলওয়ে স্টেশনে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের একটি বগি থেকে সোহেল রানাকে একটি ব্যাগসহ আটক করে রেল পুলিশ। পরে ওই ব্যাগে তল্লাশি করে ৪৪ লাখ ৪৩ হাজার টাকা, আড়াই কোটি টাকার তিনটি এফডিআরের কাগজ, এক কোটি ৩০ লাখ টাকার তিনটি ব্যাংক চেক, পাঁচটি চেক বই ও ১২ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে তার বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় অর্থপাচার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করেন রেলওয়ে পুলিশ।
অর্থ পাচার মামলাটি তদন্ত করছে দুদক। সোহেল রানা বর্তমানে কিশোরগঞ্জ জেলা কারাগারে আছে।
বাসস/এএসজি/ডিএ/১৪৫০০/ অমি