বাজিস-৫ : জয়পুরহাটে উন্নত প্রযুক্তি নির্ভর পাট বীজ উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ

115

বাজিস-৫
জয়পুরহাট- প্রশিক্ষণ
জয়পুরহাটে উন্নত প্রযুক্তি নির্ভর পাট বীজ উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ
জয়পুরহাট, ১৬ জুন, ২০২০ (বাসস)ঃ কৃষক পর্যায়ে উন্নত প্রযুক্তি নির্ভর পাট বীজ উৎপাদনের জন্য মঙ্গলবার দিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় প্রধান অতিথি হিসেবে ওই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। ২০১৯-২০ অর্থ বছরে উন্নত প্রযুক্তি নির্ভর পাট চাষ ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় ওই প্রশিক্ষণ প্রদান করা হয়। জেলায় এক হাজার ৫শ পাট চাষীকে উন্নত প্রযুক্তি নির্ভর পাট বীজ উৎপাদন বিষয়ক প্রশিক্ষণের পাশাপাশি রাসায়নিক সারও বিতরণ করা হয়। প্রশিক্ষণে শেখ হাসিনার নেতৃত্বাধীন কৃষি বান্ধব বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়। করোনাভাইরাস প্রাদূর্ভাবের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট বীজ উৎপাদনের উপর বক্তব্য রাখেন উপ পরিচালক বিআরডিবি আবু জাফর মো: নিয়ামত উল্লাহ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা বাবুল চন্দ্র সূত্রধর, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কায়সার হোসেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা সামছুল আলম প্রমূখ ।
বাসস/সংবাদদাতা/১৩৪৫/নূসী