বাসস বিদেশ-৮ : রাশিয়ায় সাবেক মার্কিন মেরিন অফিসারের ১৬ বছরের কারাদন্ড

204

বাসস বিদেশ-৮
রাশিয়া বিচার যুক্তরাষ্ট্র
রাশিয়ায় সাবেক মার্কিন মেরিন অফিসারের ১৬ বছরের কারাদন্ড
মস্কো, ১৫ জুন, ২০২০(বাসস ডেস্ক): গুপ্তচর বৃত্তির অভিযোগে রাশিয়ার একটি আদালত সোমবার সাবেক মার্কিন মেরিন অফিসার পল হুয়েলানকে ১৬ বছরের কারাদন্ড দিয়েছে।
পল এ বিচারকে লজ্জাজনক বলে উল্লেখ করেছে। মস্কো সিটি কোর্টে রুদ্ধ দ্বার কক্ষে মামলার শুনানি শুরু হয়।
পল হুয়েলানকে (৫০) ২০১৮ সালের ডিসেম্বরে গ্রেফতার করা হয়।
আদালতে পল নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তিনি ফেঁসে গেছেন। পলের বিচার এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যখন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তেজনা চলছে।
মস্কোয় মার্কিন রাষ্ট্রদূত জন সুলিভান এ বিচারের নিন্দা জানিয়ে একে অস্বচ্ছ্ব বলে উল্লেখ করেছেন।
তিনি বলেন, এটি গোপনে করা হয়েছে। কোন প্রমাণ উপস্থাপনা করা হয়নি। কোন সাক্ষীকে ঢুুকতে দেয়া হয়নি। গত মাসে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও পলের মুুক্তি চেয়েছিলেন।
এদিকে পল বলেছেন, তিনি একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মস্কো এসেছিলেন। ছবি সংরক্ষণের জন্যে তিনি একটি ইউএসবি ড্রাইভ পরিচিত একজনের কাছ থেকে নিয়েছিলেন।
কিন্তু কৌঁসুলি বলছেন, পল রাষ্ট্রের গোপন তথ্য নেয়ার চেষ্টা করেছেন যা রাশিয়ার নিরাপত্তার জন্যে ছিল ক্ষতিকারক।
বাসস/জুনা/২১১০/স্বব