বাসস বিদেশ-৭ : বর্ণবাদ ও পুলিশী সহিংসতার বিষয়ে জরুরি বিতর্কে সম্মত জাতিসংঘ মানবাধিকার সংস্থা

122

বাসস বিদেশ-৭
জাতিসংঘ -বর্ণবাদ
বর্ণবাদ ও পুলিশী সহিংসতার বিষয়ে জরুরি বিতর্কে সম্মত জাতিসংঘ মানবাধিকার সংস্থা
জেনেভা, ১৫ জুন, ২০২০(বাসস ডেস্ক) : জাতিসংঘের শীর্ষ মানবাধিকার সংস্থা আফ্রিকান দেশসমূহের অনুরোধের প্রেক্ষিতে বর্ণবাদ ও পুলিশি সহিংসতার বিষয়ে জরুরি বিতর্কে সম্মত হয়েছে।
গত ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেপোলিসে শেতাঙ্গ পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামের নিরস্ত্র এক কৃষাঙ্গ প্রাণ হারালে তা নিয়ে বিক্ষোভ শুরু হয়। হত্যাকান্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে।
এ প্রেক্ষিতে আফ্রিকান দেশগুলো এই বিতর্কের অনুরোধ জানায়।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৪৩ তম অধিবেশন পুনরায় শুরুর প্রেক্ষাপটে এর প্রেসিডেন্ট এলিজাবেথ টিচি ফিসেলবার্গার বুধবার বিকেলে এ সংক্রান্ত জরুরি বিতর্কের প্রস্তাব দিলে তা কোন বাধা ছাড়াই ৪৭ সদস্যের সকলের সম্মতিতে পাশ হয়।
বাসস/জুনা/১৮৫৫/জেহক