সরাসরি সম্প্রচার করা হবে পার্কের দুর্নীতি মামলার রায়

356

সিউল, ৩ এপ্রিল, ২০১৮ (বাসস ডেস্ক) : দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন-হাইয়ের দুর্নীতির মামলার রায় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। এ মামলায় অভিযোগ প্রমাণিত হলে তার ৩০ বছরের সাজা হতে পারে। মঙ্গলবার ইয়োনহাপ একথা জানিয়েছে। খবর এএফপি’র।
সাবেক স্বৈরশাসকের মেয়ে ৬৬ বছর বয়সী পার্ক ২০১৭ সালের মার্চ মাসে ক্ষমতাচ্যুত হন। তার বিরুদ্ধে রাজপথে কয়েকমাসের আন্দোলনের পর তিনি ক্ষমতা ছাড়েন।
বড় ধরনের এক দুর্নীতির অভিযোগে তিনি প্রায় এক বছর ধরে পুলিশ হেফাজতে রয়েছেন।
বার্তা সংস্থা ইয়োনহাপ পরিবেশিত খবরে বলা হয়, সিউলের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট জনস্বার্থে পার্কের দুর্নীতি মামলার রায় সরাসরি টেলিভিশনে সম্প্রচারের অনুমতি দিয়েছে। শুক্রবার বিকেলে এ মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে।