বাসস ক্রীড়া-১৪ : টি-২০ বিশ্বকাপের সম্ভাবনা দেখছেন গাভাস্কার

198

বাসস ক্রীড়া-১৪
ক্রিকেট-গাভাস্কার
টি-২০ বিশ্বকাপের সম্ভাবনা দেখছেন গাভাস্কার
নয়া দিল্লি, ১৪ জুন ২০২০ (বাসস) : আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ হবার ভাল সম্ভাবনা দেখছেন ভারতের সাবেক লিটল মাস্টার সুনীল গাভাস্কার। একটি ভারতীয় টিভি চ্যানেলে এ কথা জানান গাভাস্কার।
শুক্রবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, আগামী মাস থেকেই ক্রীড়া ভেন্যুতে সর্বাধিক ১০ হাজার করে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হতে পারে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের উপর ভিত্তি করেই গাভাস্কার মনে করছেন, আগামী টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘অস্ট্রেলীয় সরকারের সাম্প্রতিক ঘোষণা শোনার পরে মনে হচ্ছে, অক্টোবরে সেখানে টি-২০ বিশ্বকাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। অংশগ্রহণকারী দলগুলো হয়তো বিশ্বকাপ খেলতে তিন সপ্তাহ আগে সেখানে যেতে পারে। দু’সপ্তাহ স্বেচ্ছাবন্দি থাকার পরে সাত দিন অনুশীলন করে খেলতে নামবে।’
যদি টি-২০ বিশ্বকাপ হয় তবে আইপিএলের সম্ভাবনা দেখছেন না গাভাস্কার। তিনি বলেন, ‘যদি আইসিসি টি-২০ বিশ্বকাপ হওয়ার ব্যাপারে সবুজ সঙ্কেত দেয়, তা হলে অক্টোবরে আইপিএল আয়োজন করা কঠিন। কারণ, বিশ্বাকপ হলে আইপিএল আয়োজনে সময় থাকছে না। এটা তখনই সম্ভব যদি টি-২০ বিশ্বকাপ বাতিল হয়।’
বিশ্বকাপ হলে আইপিএল নিজ দেশে আয়োজন সম্ভব না হলে সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলংকাতে করা যেতে পারে বলে জানান গাভাস্কার। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ঘোষণার পর অক্টোবরে আইপিএল হওয়ার সম্ভাবনা কঠিন। তাই ম্যাচ কমিয়ে সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলংকাতে আইপিএল আয়োজন করা যুক্তিযুক্ত বলে আমার মনে হয়।’
বাসস/এএমটি/১৯১৫/স্বব