বাসস ক্রীড়া-১১ : আফ্রিকার প্রথম দেশ হিসেবে ফুটবল লীগ শুরু করল তানজানিয়া

119

বাসস ক্রীড়া-১১
ফুটবল-আফ্রিকা-লীগ-তানজানিয়া
আফ্রিকার প্রথম দেশ হিসেবে ফুটবল লীগ শুরু করল তানজানিয়া
জোহানেসবার্গ, ১৪ জুন ২০২০ (বাসস/এএফপি) : ভাইরাস সংক্রমনকালে আফ্রিকার প্রথম দেশ হিসেবে ফুটবল লীগ শুরু করল তানজানিয়া। করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ায় গত মার্চে বিশে^র অন্যন্য দেশের মত তানজানিয়াও স্থগিত করে দেয় জাতীয় ফুটবল লীগ।
শনিবার পুনরায় শুরু হওয়া লীগের প্রথম ম্যাচে রেকর্ড ২২ বারের চ্যাম্পিয়ন ইয়ং আফ্রিকান তাদের এ্যাওয়ে ম্যাচে ১-০ গোলে হারিয়েছে মাওয়াদিকে। দিনের অপর ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়েও সফরকারী নামুঙ্গোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে কোস্টাল ইউনিয়ন।
দিনের অপর দুই ম্যাচে ঘরের মাঠের সুবিধাকে বেশ ভাল ভাবেই কাজে লাগিয়েছে টেবিল টপার সিমবা ও আজাম। ৭১ পয়েন্ট সংগ্রহকারী সামবার হাতে রয়েছে লীগের আরো ১০টি ম্যাচ। যৌথ ভাবে পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে আজাম ও ইয়ং আফ্রিকান। দুই দলের সংগ্রহ ৫৪ পয়েন্ট। ৫১ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে নামুঙ্গো।
মার্চের মাঝমাঝি সময়ে আফ্রিকা অঞ্চলে কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়লে তানজানিয়া ২০ ক্লাবের অংশগ্রহনে চলমান জাতীয় চ্যাম্পিয়নশীপ স্থগিত ঘোষণা করে। আফ্রিকান সেন্টার ফর ডিজেজ কন্ট্রোলের হিসাব অনুযায়ী ১৩ জুন পর্যন্ত মহাদেশটিতে ওই ভারইরাসে আক্রান্ত হয়েছে ২লাখ ২৫ হাজার ১২৬ জন মানুষ। মারা গেছে ৬ হাজার ৫১ জন।
বাসস/এএফপি/এমএইচসি/১৮৪০/স্বব