বাসস বিদেশ-৫ : ভারতে করোনা সংক্রমণ বাড়ছে : মৃতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে

104

বাসস বিদেশ-৫
ভারত -কোভিড -১৯
ভারতে করোনা সংক্রমণ বাড়ছে : মৃতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে
নয়াদিল্লী, ১৪ জুন, ২০২০ (বাসস ডেস্ক) : ভারতে গত ২৪ ঘন্টায় ১১ হাজার ৯২৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর ফলে করোনায় আক্রান্তের মোট সংখ্যা ৩ লাখ ২০ হাজার ছাড়িয়ে গেল। নতুন করে মারা গেছে আরো ৩১১ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯ হাজার ১৯৫ জনে ।
স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানায়। ভারতে টানা তৃতীয় দিনের মতো দৈনিক ১০ হাজারেরও বেশি করে লোক করোনায় আক্রান্ত হচ্ছে। সংক্রমণের দিক থেকে বিশ্বে ভারতের অবস্থান এখন চতুর্থ।
আজ সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্যে বলা হয়েছে, দেশটিতে মোট সংক্রমণের সংখ্যা
৩ লাখ, ২০ হাজার ৯২২। করোনায় এখন অসুস্থ ১ লাখ ৪৯ হাজার ৩৪৮ জন এবং সুস্থ হয়েছে ১ লাখ ৬২ হাজার ৩৭৮ জন।
এ পর্যন্ত ৫০.৬০ শতাংশ রোগী সুস্থ হয়েছে বলে মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। নতুন করে যে ৩১১ জন মারা গেছে তার মধ্যে মহারাষ্ট্রে সর্বোচ্চ ১১৩ জন, দিল্লীতে ৫৭ জন, গুজরাটে ৩৩, উত্তরপ্রদেশে ২০, তামিলনাড়ুতে ৩০, পশ্চিমবঙ্গে ১২, রাজস্থানে ১০, তেলেঙ্গানা ও হরিয়ানায় ৮ জন করে, মধ্যপ্রদেশে ৭ জন এবং বিহারে ৩ জন রয়েছে।
এছাড়া কর্ণাটক, উত্তরখন্ড, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, অন্ধ্রপ্রদেশে ২ জন করে মারা গেছে।
বাসস/জুনা/১৭০০/জেহক