বাসস দেশ-১৭ : ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে জাতীয় পার্টির চেয়ারম্যানের শোক

114

বাসস দেশ-১৭
শোক-জাপা
ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে জাতীয় পার্টির চেয়ারম্যানের শোক
ঢাকা, ১৪ জুন, ২০২০ (বাসস) : ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি.এম.কাদের।
আজ এক শোক বার্তায় জি.এম.কাদের, মরহুম শেখ আবদুল্লাহ’র রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
তিনি বলেন, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ ছিলেন একজন সৎ ও আদর্শবাদ রাজনৈতিক নেতা। দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ শেখ মোহাম্মদ আবদুল্লাহ ছিলেন তৃণমূল পর্যায় থেকে উঠে আসা ইতিবাচক রাজনীতির উজ্জল দৃষ্টান্ত। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে গণমানুষের অধিকার রক্ষার আন্দোলনে শেখ আবদুল্লাহ ছিলেন অকূতভয় সৈনিক। সাধারণ মানুষের কল্যাণে তার অবদান অক্ষয় হয়ে থাকবে।
ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ’র মৃত্যুতে অনুরূপ এক শোক বার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাঁ।
বাসস/সবি/এমএআর/১৪২০/কেজিএ