বাসস দেশ-১ : ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ’র মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

183

বাসস দেশ-১
আব্দুল্লাহ-তথ্যমন্ত্রী-শোক
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ’র মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
ঢাকা, ১৪ জুন, ২০২০ (বাসস) : ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট শেখ মো. আব্দুল্লাহ’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত পৌনে বারোটার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন শেখ মো. আব্দুল্লাহ (ইন্না লিল্লাহে… রাজিউন)।
১৯৪৫ সালের ৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের কেকানিয়া গ্রামে জন্মগ্রহণকারী শেখ আব্দুল্লাহ’র বয়স হয়েছিল ৭৫ বছর।
তথ্যমন্ত্রী তার শোকবার্তায় বলেন, ‘ছাত্রাবস্থায় জাতির পিতার আদর্শে রাজনীতিতে যুক্ত হওয়া শেখ আব্দুল্লাহ ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান ও একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অনন্য ভূমিকা রেখেছেন। স্বাধীনতা পরবর্তীকালেও তার একনিষ্ঠ কর্মময় জীবন ছিল দেশপ্রেম ও মেধার স্বাক্ষরে প্রোজ্জ্বল। তার মৃত্যুতে দেশ একজন সৎ, সাহসী ও প্রজ্ঞাবান নেতাকে হারালো।’
মন্ত্রী ড. হাছান মাহমুদ মরহুম শেখ আব্দুল্লাহ’র রুহের মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাসস/সবি/এমএসএইচ/১০৫০/কেজিএ