বাসস দেশ-৩৫ : মোহাম্মদ নাসিমের মৃত্যুতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর শোক

121

বাসস দেশ-৩৫
শোক বার্তা
মোহাম্মদ নাসিমের মৃত্যুতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর শোক
ঢাকা, ১৩ জুন, ২০২০ (বাসস) : সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং ১৪ দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক. ম মোজাম্মেল হক।
আজ এক শোক বার্তায় তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী রাজনৈতিক ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে মিশে আছে মোহাম্মদ নাসিমের নাম। তাঁর মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়েছে। রাজনীতির ইতিহাসে মোহাম্মদ নাসিমের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
শোক বার্তায় মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মোহাম্মদ নাসিম ২০১৪-২০১৮ মেয়াদে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ১৯৯৬-২০০১ মেয়াদে স্বরাষ্ট্র, গৃহায়ন ও গণপূর্ত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি স্ত্রী ও তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাসস /সবি/এমএআর/১৮৩১/এবিএইচ