বাসস দেশ-২৭ : হালিশহর চসিক আইসোলেশন সেন্টারে মৃদু উপসর্গের করোনা রোগী ভর্তি শিগগির শুরু

140

বাসস দেশ-২৭
চট্রগ্রাম- আইসোলেশন
হালিশহর চসিক আইসোলেশন সেন্টারে মৃদু উপসর্গের করোনা রোগী ভর্তি শিগগির শুরু
চট্টগ্রাম, ১৩ জুন, ২০২০ (বাসস) : হালিশহর সিটি কনভেনশন হলে স্থাপিত চসিকের করোনা আইসোলেশন সেন্টারে মৃদু উপসর্গের রোগীভর্তি শিগগির শুরু হবে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছিরউদ্দিন বাসসকে এ তথ্য জানিয়ে বলেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ বিকেলে এ সেন্টার উদ্বোধন করার কথা রয়েছে।
মেয়র বলেন, আইসোলেশন সেন্টারের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত সুরক্ষা বিষয়ে কাল থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হবে। এরপরই ১৭ বা ১৮ জুন থেকে মৃদু উপসর্গের করোনা রোগী ভর্তি করা হবে।
এরআগে আজ সকালে এক মতবিনিময় সভায় মেয়র বলেন, করোনা রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিতে হালিশহর ’সিটিকনভেনশনহলে ২৫০ শয্যার চসিক আইসোলেশন সেন্টারের অস্থায়ী চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের চাকরি স্থায়ীকরণে অগ্রাধিকার দেয়া হবে।
মেয়র নাছির বলেন, করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় আইসোলেশন সেন্টার বৃদ্ধির প্রয়োজনীয়তা সৃষ্টি হয়েছে। এ প্রয়োজনের তাগিদ থেকে চসিক নিজস্ব উদ্যোগেআইসোলেশন সেন্টার স্থাপন করেছে। আইসোলেশন সেন্টারে দায়িত্বপ্রাপ্তদের আগামীকাল রোববার থেকে তিন দিনের প্রশিক্ষণ দেয়া হবে।
বাসস/কেএস/কেসি/১৭১৩/এবিএইচ