বাসস দেশ-১৯ : রাজধানী কামরাঙ্গীরচরে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

99

বাসস দেশ-১৯
আগুন-নিয়ন্ত্রণ
রাজধানী কামরাঙ্গীরচরে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
ঢাকা, ১৩ জুন, ২০২০ (বাসস) : রাজধানীর কামরাঙ্গীরচরে রনি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার আজ বাসসকে আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার দিবাগত রাত ১০টা ৪৩ মিনিটে রাজধানীর কামরাঙ্গীরচর লোহার ব্রিজ সংলগ্ন ৬ তলা রণি মার্কেটের নিচতলায় বেজমেন্টে আগুন লাগে। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সুত্রপাত হয়। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
রাসেল শিকদার জানান, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের প্রাথমিক দু’টি ইউনিট ও পরে পর্যায়ক্রমে মোট ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করে। রাত ২টা ৪৫ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নির্বাপন করা হয়।
দি লাইফ সেভিং ফোর্স বাহিনীর এই কর্মকর্তা বলেন, সেখানে বিভিন্ন ইলেকট্রিক দোকানের পণ্যসামগ্রী ছিল, যেগুলো আগুনে পুড়ে গেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ লাখ টাকা এবং ১২ লাখ টাকার বিভিন্ন মালামাল উদ্বার করা হয়েছে বলে এ কর্মকর্তা জানান।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৫২০/কেজিএ