বাজিস-১০ : মুন্সীগঞ্জে দেড় কোটি টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ : আটক ২

174

বাজিস-১০
মুন্সীগঞ্জ-কারেন্ট-জাল
মুন্সীগঞ্জে দেড় কোটি টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ : আটক ২
মুন্সীগঞ্জ, ২১ জুলাই, ২০১৮ (বাসস) : মুন্সীগঞ্জ সদর উপজেলার ডিঙ্গাভাঙ্গা এলাকায় হাবিব মাস্টার ফিশিং নেট নামের একটি কারেন্ট জাল তৈরি ও আয়রন ফ্যাক্টরিতে শুক্রবার মধ্যরাত রাতে র‌্যাব ও মৎস্য বিভাগ অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। এ ঘটনায় কারেন্ট জাল তৈরি ও আয়রন ফ্যাক্টরি থেকে দু’জনকে আটক করা হয়। তবে ফ্যাক্টরির মালিক পলাতক রয়েছে।
র‌্যাব-১১’র কোম্পানী কমান্ডার এএসপি সহকারি পরিচালক মহিতুল ইসলাম ও মুন্সীগঞ্জ সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।।
মুন্সীগঞ্জ সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তারা শুক্রবার মধ্যরাতে ডিঙ্গাভাঙ্গার হাবিব মাস্টারের মাস্টার ফিশিং নেট নামের কারেন্ট জাল তৈরি ও আয়রন ফ্যাক্টরিতে অভিযানে নামেন। কারখানাটির নিচতলা থেকে তৃতীয়তলার বিভিন্ন রুম থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করা হয়। এই অভিযান শনিবার সকাল ৬টা পর্যন্ত চলে।
বাসস/ সংবাদদাতা/১৮০৫/মরপা