চিলিতে করোনা বাড়ছে ॥ দৈনিক মৃত্যুতে নতুন রেকর্ড

255

সান্টিয়াগো, ১৩ জুন, ২০২০ (বাসস ডেস্ক): চিলিতে করোনায় দৈনিক মৃত্যুতে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। শুক্রবার ২৪ ঘন্টায় দেশটিতে সবচেয়ে বেশি
সংখ্যক ২২২ জন মারা গেছে এবং নতুন করে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৭শ জন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা আর্তুরো জুনিগা বলেন, দেশে সংক্রমণ ও মৃত্যু অব্যাহতভাবে বাড়ছে।
চার সপ্তাহ আগে দেশটিতে লনকডাউন চলাকালেও সংক্রমণ ধীরে ধীরে বাড়ছিল।
এদিকে শুক্রবার সরকার ভালপারাসিও ও ভিনা দেল মার এবং এর আশেপাশে গ্রামীন শহরগুলোতে বাধ্যতামূলক কোরারেন্টিনের নির্দেশ দিয়েছে।
চিলিতে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে এক লাখ ৬০ হাজারেরও বেশি লোক। মারা গেছে ২ হাজার ৮৭০ জন।
স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ভাইরাস নিয়ন্ত্রণে সর্বোচ্চ সক্ষমতায় জরুরি সেবাসমূহ কার্যকর রয়েছে।