বাসস ক্রীড়া-৯ : সম্ভাব্য শিরোপা জয়ের ম্যাচে মুলার ও লিওয়ানোদোস্কিকে পাচ্ছেনা বায়ার্ন

211

বাসস ক্রীড়া-৯
ফুটবল-জার্মানি-বুন্দেসলীগা-প্রিভিউ
সম্ভাব্য শিরোপা জয়ের ম্যাচে মুলার ও লিওয়ানোদোস্কিকে পাচ্ছেনা বায়ার্ন
বার্লিন, ১২ জুন ২০২০ (বাসস/এএফপি): আগামীকাল শনিবার বরুশিয়া মনচেনগ্লাডবাচের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে জয়লাভ করলেই টানা অস্টমবারের মত বুন্দেসলীগার শিরোপা নিশ্চিত হতে পারে বায়ার্ন মিউনিখের। তবে নিষিদ্ধ থাকায় এ ম্যাচে থমাস মুলার ও রবার্ট লিওয়ানোদোস্কির সার্ভিস থেকে বঞ্চিত হবে বর্তমান চ্যাম্পিয়নরা।
শনিবার পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ড যদি অবনমনের হুমকিতে থাকা ফরচুনা ডসেলডর্ফের কাছে হেরে যায় তাহলে অপর ম্যাচে জয়লাভ করতে পারলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে বায়ার্ন মিউনিখের।
কারণ সেক্ষেত্রে ৩ ম্যাচ বাকী থাকতে ১০ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যাবে তালিকার শীর্ষে থাকা হ্যানসি ফ্লিকের দল। তবে ওই ম্যাচে খেলতে পারবেননা শীর্ষ গোলদাতা ৩০ গোলের মালিক লিওয়ানোদোস্কি। এক মৌসুমে রেকর্ড ২১ গোলে অবদান রাখা মুলারও নিষেধাজ্ঞার কবলে পড়ে খেলতে পারছেন না ওই ম্যাচে।
বায়ার্নের কোচ ফ্লিক বলেন,‘ বিষয়টি ভয়ের। তবে আমাদের কিছুই করার নেই।’
ম্যাচে মুলারের পরিবর্তিত হিসেবে খেলতে পারেন থিয়াগো আলচানতারা। আর লিওয়ানোদোস্কির বদলি হিসেবে দেখা যেতে পারে উইঙ্গার সার্জি জিনাব্রেকে। তবে তিনি যদি পিঠের ইনজুরি কাটিয়ে সুস্থ হতে পারেন, তবেই।
বায়ার্ন অবশ্য প্রমান করেছে তাদের গোল মেশিন পোলিশ তারকা লিওয়ানোদোস্কির অনুপস্থিতিতেও তারা গোল করতে সক্ষম। কারণ ফেব্রুয়ারির শেষভাগে লকডাউনে যাবার আগে হফেনহেইমকে ৬-০ গোলে হারিয়েছিল বায়ার্ন। ইনজুরির কারণে ম্যাচে খেলতে পারেননি লিওয়ানোদোস্কি।
অবশ্য বুধবার জার্মান কাপের সেমি-ফাইনালে কিছুটা শংকার মধ্যে পড়ে গিয়োিছল বায়ার্ন। এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে এগিয়ে যাবার পরও গোলটি পরিশোধ করে দেয় তারা। শেষ পর্যন্ত অবশ্য লিওয়ানোদোস্কির গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে বায়ার্ন।
বাসস/এএফপি/এমএইচসি/১৯১৯/স্বব