বাসস ক্রীড়া-৪ : করোনা ভাইরাসকে নিয়ে কৌতুক করায় নিষিদ্ধ ডেলে আলী

117

বাসস ক্রীড়া-৪
ফুটবল-ইংলিশ-প্রিমিয়ার- টটেনহ্যাম-আলী
করোনা ভাইরাসকে নিয়ে কৌতুক করায় নিষিদ্ধ ডেলে আলী
লন্ডন, ১২ জুন ২০২০ (বাসস/এএফপি): করোনা ভাইরাসকে নিয়ে কৌতুক করায় ফেসে গেলেন ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব টটেহ্যাম হটস্পার্সের মিডফিল্ডার ডেলে আলী। সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা ভাইরাসের ভিডিও নিয়ে মজা করার কারণে এক ম্যাচ নিষেধাজ্ঞার কবলে পড়েছেন তিনি। ফলে প্রিমিয়ার লীগে নিজেদের প্রত্যাবর্তনের ম্যাচে দলের হয়ে খেলতে পারবেন না আলী।
গত ফেব্রুয়ারিতে করোনা ভাইরাস বিশ^ব্যাপী ছড়িয়ে পড়ার সপ্তাহ খনেক আগে বিমান বন্দরের ডিপার্চার লাউঞ্জে এশিয়ার এক ব্যক্তিকে নিয়ে হাস্যকর ¯œ্যাপচ্যাট ক্লিপটি ধারণ করেন আলী। ইংল্যান্ডের এই আন্তর্জাতিক তারকার মুখে এ সময় মাস্ক দেখা যায়। ওই ভিডিওর শিরোনাম দেয়া হয়,‘ করোনা কি, দয়া করে ভলিউম বাড়িয়ে শুনুন।’
পরে অবশ্য আলী ওই পোস্টটি মুছে দেন এবং চীনা সামাজিক মাধ্যম ওয়েবিতে দু:খ প্রকাশ করেন। ২৬ ফেব্রুয়ারি আলীর বিরুদ্ধে দুর্ব্যাবহারের অভিযোগ তোলে ফুটবল এসোসিয়েশন (এফএ)। সম্প্রতি ওই অভিযোগের শুনানী হয়েছে।
এক ম্যাচের নিষেধাজ্ঞার ফলে করোনা লকডাউনের তিনমাসেরও বেশী সময় পর আগামী ১৯ জুন ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে টটেনহ্যামের প্রত্যাবর্তনের ম্যাচে খেলতে পারবেননা আলী।
বাসস/এএফপি/এমএইচসি/১৭২৫/স্বব