রেলপথ মন্ত্রণালয়ের জন্য ১৬ হাজার ৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

370

ঢাকা, ১১ জুন, ২০২০ (বাসস): আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেটে রেলপথ মন্ত্রণালয়ের জন্য ১৬ হাজার ৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় তিনি এই প্রস্তাব করেন।
বাজেটের মঞ্জুরি বরাদ্দের দাবিতে বলা হয়, রেলপথ মন্ত্রণালয়ে আগামী অর্থবছরের জন্য পরিচালন খাতে ৩ হাজার ৯২৮ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ১২ হাজার ৪৯১ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
চলতি ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বাজেটে রেলপথ মন্ত্রণালয় খাতে ১৩ হাজার ৮০৩ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। আর চলতি অর্থ বছরে এই মন্ত্রণালয়ে বরাদ্দের প্রস্তাব ছিল ১৬ হাজার ২৭৭ কোটি টাকা।