বাসস ক্রীড়া-৭ : টেস্ট ক্রিকেটে নয় হাজার রান ক্লাবে আমলা

151

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-আমলা
টেস্ট ক্রিকেটে নয় হাজার রান ক্লাবে আমলা
কলম্বো, ২১ জুলাই, ২০১৮ (বাসস) : দক্ষিণ আফ্রিকার তৃতীয় খেলোয়াড় হিসেবে টেস্ট ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ডান-হাতি ব্যাটসম্যান হাশিম আমলা। শ্রীলংকার বিপক্ষে চলমান কলম্বো টেস্টে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। এর আগে দক্ষিণ আফ্রিকার হয়ে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন জক ক্যালিস ও গ্রায়েম স্মিথ।
শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামার আগে আমলার ক্যারিয়ার পরিসংখ্যান ছিলো ১১৮ ম্যাচে ৮৯৯৭ রান। কলম্বো টেস্টের দ্বিতীয় দিন দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ১৯ রানে ফিরেন আমলা। এই ইনিংস খেলার পথে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এ তারকা ব্যাটসম্যান।
দক্ষিণ আফ্রিকার তৃতীয় ও বিশ্বের ১৫তম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ৯ হাজার রান পূর্ণ করেন ৩১ বছর বয়সী আমলা।
দক্ষিণ আফ্রিকার হয়ে ১৬৫ ম্যাচে ১৩২০৬ রান করে এই তালিকায় সবার উপরে আছেন ক্যালিস। ১১৬ ম্যাচে ৯২৫৩ রান নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন স্মিথ।
বাসস/এএমটি/১৭২৫/মোজা/স্বব