ধর্ম মন্ত্রণালয়ের জন্য ১৬৯৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

246

ঢাকা, ১১ জুন, ২০২০ (বাসস) : আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেটে ধর্ম মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ৬৯৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় তিনি এই প্রস্তাব করেন।
বাজেটের মঞ্জুরি বরাদ্দের দাবিতে বলা হয়, ধর্ম মন্ত্রণালয়ে আগামী অর্থবছরের জন্য পরিচালন খাতে ২৬৮ কোটি ১৫ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ১ হাজার ৪২৪ কোটি ৯৯ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
চলতি ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বাজেটে ধর্ম মন্ত্রণালয় খাতে ১ হাজার ৮৬৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। আর চলতি অর্থ বছরে এই মন্ত্রণালয়ে বরাদ্দের প্রস্তাব ছিল ১ হাজার ৩৩৮ কোটি টাকা।