বাসস বিদেশ-৩ : পেরুতে করোনাভাইরাসে ১৭০ পুলিশ কর্মকর্তার মৃত্যু

124

বাসস বিদেশ-৩
ভাইরাস-পেরু-পুলিশ
পেরুতে করোনাভাইরাসে ১৭০ পুলিশ কর্মকর্তার মৃত্যু
লিমা, ১২ জুন, ২০২০ (বাসস ডেস্ক) : পেরুতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কমপক্ষে ১৭০ পুলিশ কর্মকর্তা মারা গেছেন। এদিকে দক্ষিণ আমেরিকার এ দেশ মহামারি কোভিড-১৯ ভাইরাস মোকাবেলায় লকডাউন আরোপ করেছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
পেরুতে প্রায় ১০ হাজার পুলিশ কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদিকে পেরুর ১২ সপ্তাহের লকডাউন চলাকালে তারা সামাজিক দূরত্ব বজায় রাখার পদক্ষেপ পালন জোরদার করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল গ্যাস্টন রদ্রিগুয়েজ সাংবাদিকদের বলেন, করোনাভাইরাসে ‘আমাদের ৯ হাজার ৯০০ পুলিশ সদস্য আক্রান্ত হয়েছে এবং তাদের মধ্যে ১৭০ জন প্রাণ হারিয়েছে।’
তিনি আরো জানান, বয়স ও স্বাস্থ্যজনিত কারণে ঝুঁকির মুখে থাকা আরো ৪ হাজার পুলিশ সদস্যকে বাধ্যতামূলকভাবে আলাদা রাখা হয়েছে।
পুলিশ জানায়, আক্রান্তদের মধ্যে কমপক্ষে ১ হাজার জনের করোনাভাইরাসের উপসর্গ রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পেরুর বাধ্যতামূলক লকডাউন পদক্ষেপ বাস্তবায়ন নিশ্চিত করতে প্রায় ৮০ হাজার পুলিশ সদস্য দেশের নিরাপত্তা প্রদানের দায়িত্ব পালন করছে।
ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে পেরু হচ্ছে করোনাভাইরাসে দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ। সেখানে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লাখ ৮ হাজার এবং মৃতের সংখা বেড়ে ৬ হাজার ছাড়িয়ে গেছে। এদিক থেকে এ অঞ্চলে প্রথম স্থানে রয়েছে ব্রাজিল।
বাসস/এএফপি/অনু এমএজেড/১৩০৫/এমএবি