বাাজেট-৩০ : কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য নিরাপত্তা খাতে ১ হাজার ৫ কোটি টাকা বরাদ্দ বৃদ্ধি

128

বাাজেট-৩০
বরাদ্দ-বৃদ্ধি
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য নিরাপত্তা খাতে ১ হাজার ৫ কোটি টাকা বরাদ্দ বৃদ্ধি
ঢাকা, ১১ জুন, ২০২০ (বাসস) : দেশে করোনাভাইরাস সংক্রমণের কারণে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য নিরাপত্তা খাতে সরকার ১ হাজার ৫ কোটি টাকা বাজেট বরাদ্দ বাড়িয়েছে ।
আগামী ২০২০-২১ অর্থ বছরে বাজেট বক্তৃতায় এই সকল খাতে ২২ হাজার ৪৮৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ২০১৯-২০ অর্থবছরে এসব খাতে বরাদ্দ ছিল ২১ হাজার ৪৮৪ কোটি টাকা।
অর্থমন্ত্রী বলেন, ‘খাদ্যশস্য উৎপাদন, আমদানি-রপ্তানি, সরবরাহ পরিস্থিতির উপর ঝুঁকি সৃষ্টি হয়েছে। সরকার এ বিষয়ে অত্যন্ত সজাগ এবং দেশে পর্যাপ্ত খাদ্য মওজুদ নিশ্চিত করার লক্ষ্যে সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করেছে।’
সরকার ইতিমধ্যে আমন ফসল হতে ৭ দশমিক ৯৮ লাখ মেট্রিক টন সংগ্রহ করেছে।
অর্থমন্ত্রী আরও বলেন, ‘চলতি বোরো ফসল হতে ৮ লাখ মেট্রিক টন ধান এবং ১১ দশমিক ৫০ লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যা গতবারের তুলনায় দুই গুণ।’
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২০-২০২১ অর্থবছরের জন্যে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেছেন।
বাসস/এএসজি/এমএন/২২৩৫/-এবিএইচ