বাসস বিদেশ-১৩ : বৈচিত্র বাড়াতে আভা দোভারনে’কে অস্কার বোর্ডে নির্বাচিত

390

বাসস বিদেশ-১৩
চলচ্চিত্র-অস্কার-বর্ণবাদ
বৈচিত্র বাড়াতে আভা দোভারনে’কে অস্কার বোর্ডে নির্বাচিত
লস এঞ্জেলস, ১১ জুন, ২০২০ (বাসস ডেস্ক) : ‘সেলমা’ চলচ্চিত্রের পরিচালক আভা দোভারনে’কে অস্কার পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠান বুধবার গভর্নর বোর্ডে নির্বাচিত করেছে।
দি একাডেমি অফ মোশন ফিকচার আর্টস এন্ড সাইন্সেস প্রতিষ্ঠানটি সাম্প্রতিক বছরগুলোতে এর সদস্য, অস্কার মনোনয়ন ও বিজয়ীদের মধ্যে বাছাইয়ের ক্ষেত্রে বৈচিত্র্য না রাখায় সমালোচিত হয়ে আসছে। আর সে কারণেই নারী ও কৃষ্ণাঙ্গদের সংখ্যা বাড়ানোর লক্ষ্যে আভা দোভারনে’কে বুধবার গভর্নর বোর্ডে নির্বাচিত করা হল। খবর এএফপি’র।
২০১৫ সালে জানুয়ারিতে একাডেমি প্রতিটি ক্ষেত্রে সাদাদের মনোনীত ‘করায় অস্কারস সো হোয়াইট’ সামাজিক আন্দোলন ছড়িয়ে পরার পর দোভারনে’কে এই নির্বাচনে আনার কথা ওঠে। ওই বছর ‘সেলমা’ ছবিটি ব্যাপক আলোচনায় আসে।
মারটিন লুথার কিং জেআর-এর নাগরিক অধিকার আন্দোলন নিয়ে মুভিটি, চিত্রায়ন ও গানের জন্য শ্রেষ্ঠ হিসেবে মনোনয়ন পায়।
বাসস/অনু-জেজেড/২০৩০/-আরজি