বাসস বাজেট-২১ : রফতানিতে সহায়তা দিতে উৎসে কর কমলো

114

বাসস বাজেট-২১
রফতানি-কর হ্রাস
রফতানিতে সহায়তা দিতে উৎসে কর কমলো
ঢাকা, ১১ জুন,২০২০ (বাসস) : তৈরি পোশাকসহ সকল ধরনের পণ্য ও সেবা রফতানি করোনার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।এর প্রেক্ষিতে রফতানি খাতকে সহায়তা করার লক্ষ্যে ২০২০-২১ অর্থবছরের বাজেটে উৎসে কর কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বাজেট বক্তব্যে তিনি বলেন,‘আয়কর অধ্যাদেশে তৈরি পোশাকসহ সকল ধরনের পণ্যের রফতানি মূল্যের ওপর ১ শতাংশ হারে কর কর্তনের বিধান রয়েছে। কিন্তু কোভিড এর কারণে রফতানিখাত ক্ষতিগ্রস্ত হওয়ায় এসআরও জারির মাধ্যমে এ হার হ্রাস করা হয়েছে, যা ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে।’
তিনি করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে আয়কর অধ্যাদেশে তৈরি পোশাকসহ সকল ধরনের পণ্যের রফতানির ওপর উৎসে কর ১ শতাংশ থেকে হ্রাস করে শুন্য দশমিক ৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেন।
বাসস/এএসজি/আরআই/২০৪৬/এবিএইচ