বাসস বাজেট-১৫ : নৌপরিবহন খাতে ৩ হাজার ৯৯৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

116

বাসস বাজেট-১৫
নৌপরিবহন-বরাদ্দ
নৌপরিবহন খাতে ৩ হাজার ৯৯৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
ঢাকা, ১১ জনু, ২০২০ (বাসস) : প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটে নৌপরিবহন খাতে বরাদ্দ বৃদ্ধি পাচ্ছে ১৬৭ কোটি টাকা।
প্রস্তাবিত বাজেটে নতুন অর্থবছরে নৌপরিবহন খাতে ৩ হাজার ৯৯৯ কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। যা গত অর্থবছরের তুলনায় ১৬৭ কোটি টাকা বেশি। ২০১৯-২০২০ অর্থবছরে এই খাতে বরাদ্দ ছিল তিন হাজার ৮৩২ কোটি টাকা।
এতে পরিচালন ব্যায় ৭৩৪ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ব্যায় ৩ হাজার ২৬৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমা’ শিরোনামে বাংলাদেশের ৪৯তম বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামাল ঘোষিত এটি দেশের ৪৯তম, আওয়ামী লীগ সরকারের ২০তম এবং বর্তমান অর্থমন্ত্রীর দ্বিতীয় বাজেট প্রস্তাব।
বাসস/বিকেডি/২০০০/এবিএইচ