বাসস বিদেশ-১০ : রাশিয়ায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে

379

বাসস বিদেশ-১০
ভাইরাস- রাশিয়া
রাশিয়ায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে
মস্কো, ১১ জুন, ২০২০(বাসস ডেস্ক) : রাশিয়ায় বৃহস্পতিবার করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে।
করোনা সংক্রমনের দিক থেকে বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে দেশটি।
এদিকে চলতি সপ্তাহে রাজধানী মস্কোয় কঠোর নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।
সরকারি ওয়েব সাইটে বলা হয়েছে, গতকাল ৮ হাজার ৭শ’ ৭৯ জন নতুন করে আক্রান্ত হওয়ায় মোট সংক্রমিত লোকের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২ হাজার ৪শ ৩৬ জনে।
করোনায় সবেচেয়ে বেশি সংক্রমিত হয়েছে মস্কো এবং সেইন্ট পিটার্সবার্গ ও এর আশেপাশের এলাকায়। রাজধানীতে বৃহস্পতিবার ১ হাজার ৪৩৬ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। তবে চলতি সপ্তাহে নতুন সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।
মস্কো মঙ্গলবার কঠোর নিষোধাজ্ঞা তুলে নিয়েছে। এ পদক্ষেপকে বাসিন্দারা স্বাগত জানিয়েছে। অন্যান্য অঞ্চল থেকেও লকডাউন তুলে নেয়া হচ্ছে। কারণ মহামারি সত্ত্বেও দেশটিতে আগামী ১ জুলাই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন সংবিধান সংশোধনের পক্ষে জনগণের সমর্থন চাচ্ছেন। এর মধ্যদিয়ে তিনি তার বর্তমান মেয়াদের পরও ক্ষমতায় থাকতে পারবেন। এদিকে দেশটিতে করোনায় এ পর্যন্ত ৬ হাজার ৫শ ৩২ জন মারা গেছে।
বাসস/জুনা/১৯১৮//জেহক