মিয়ানমারে সংখ্যালঘু সংকট বিষয়ক উপদেষ্টা কমিটি সচিবের পদত্যাগ

231

ইয়াঙ্গুন, ২১ জুলাই, ২০১৮ (বাসস ডেস্ক) : রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা সংকট বিষয়ে অং সান সুচি নিযুক্ত আন্তর্জাতিক উপদেষ্টা কমিটির সচিব শনিবার পদত্যাগ করেছেন। খবর এএফপি’র।
সেনা অভিযানের ফলে দেশ থেকে সংখ্যালঘু পালিয়ে যাওয়া পরিস্থিতি মোকাবেলার ব্যাপারে সরকারকে পরামর্শ প্রদানে অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত ও থাইল্যান্ডের আইন প্রণেতা কওসাক চটিকুলকে মিয়ানমারের নেত্রী অং সান সুচি প্যানেল কমিটির সচিব হিসেবে নিয়োগ দেন।
গত বছর আগস্ট থেকে রাখাইন রাজ্যের সংখ্যালঘুদের ওপর নির্যাতন, নিপীড়ন এবং বসতবাড়ি পুড়িয়ে দেয়ার মত নৃশংসতা শুরু হয়।
বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা হত্যা, ধর্ষণ, নির্যাতনের ভয়ঙ্কর প্রমাণ দিয়েছে। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই একে জাতিগত নির্মূল হিসেবে অবহিত করেছে।
এদিকে চলতি সপ্তাহে মিয়ানমারের রাজধানী নেপিডোতে কর্মকর্তাদের সঙ্গে প্যানেলের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠানে অপরগতা জানিয়েছেন কওসাক চটিকুল।
তিনি ব্যাংকক থেকে এএফপি’কে জানান, আমি গত ১০ জুলাই বৈঠকে মৌখিকভাবে আমার পদত্যাগের কথা বলেছি।
বাসস/এসই/১৬৫৫/আরজি