বাসস দেশ-২০ : চট্টগ্রামে সংসদ সদস্য মোছলেম উদ্দিন সপরিবারে করোনা আক্রান্ত

219

বাসস দেশ-২০
মোছলেম উদ্দিন- করোনা
চট্টগ্রামে সংসদ সদস্য মোছলেম উদ্দিন সপরিবারে করোনা আক্রান্ত
চট্টগ্রাম, ১১ জুন, ২০২০ (বাসস): চট্রগ্রামে সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ।
তার পরিবারের অন্য সদস্যরা হলেন, সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদের স্ত্রী, বড় ও সেজো মেয়ে, বড় মেয়ের স্বামী, তিন নাতি ও দুই কাজের মেয়ে। মোছলেম উদ্দিন আহমেদের লালখান বাজারের বাসায় সবাই একসঙ্গে বসবাস করেন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি গতকাল বুধবার রাতে জানান, এমপি মোছলেম উদ্দিন আহমেদসহ পরিবারের সদস্যদের নমুনা বিআইটিআইডি ল্যাবে পরীক্ষা করানো হয়। এতে পরিবারের ১০ জন সদস্যের করোনা পজিটিভ আসে।
মোছলেম উদ্দিন আহমেদের ভাগিনা সাংবাদিক এজাজ মাহমুদ বাসসকে জানান, পরিবারের আক্রান্ত সব সদস্য সুস্থ রয়েছেন। তবে আইসোলেশনের সুবিধার্থে আজ দুপুরের পর তারা ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করেছেন। ঢাকায় তারা একটি বাসায় উঠবেন।
এজাজ মাহমুদ জানান, এমপি সাহেবের বয়স হয়েছে, বাইপাস সার্জারিও আছে। তার স্ত্রীরও বিভিন্ন শারীরিক জটিলতা আছে। প্রয়োজন হলে তারা হাসপাতালে ভর্তি হবেন, অন্যরা বাসায় থেকে চিকিৎসা নেবেন।
এরআগে বাঁশখালী থেকে নির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান
সপরিবারের করোনায় আক্রান্ত হন।
বাসস/কেএস/কেসি/১৮৪২/এএএ