বাসস ক্রীড়া-৫ : কোহলির সাথে আমার তুলনা হয় না : বাবর

129

বাসস ক্রীড়া-৫
ক্রিকেট-বাবর
কোহলির সাথে আমার তুলনা হয় না : বাবর
করাচি, ১১ জুন ২০২০ (বাসস) : অভিষেকের পর ব্যাট হাতে দারুন পারফরমেন্স প্রদর্শন করছেন পাকিস্তানের ওয়ানডে ও টি-২০ অধিনায়ক বাবর আজম। ফলে দুই ফরম্যাটে দলের অধিনায়কত্বের ভার পেয়েছেন তিনি। বাবরের এমন দুর্দান্ত পারফরমেন্সের কারনে ভারতের অধিনায়ক ব্যাটসম্যান বিরাট কোহলির সাথে তুলনা করছেন পাকিস্তান ও বিভিন্ন দেশের ক্রিকেটবোদ্ধারা। কিন্তু এই তুলনা মানতে রাজি নন বাবর নিজে। তিনি বলেন, ‘কোহলির সাথে আমার তুলনা হয় না। কোহলি দুর্দান্ত খেলোয়াড়।’
ভারতের ধারাভাষ্যকার হর্ষ ভোগলের সঙ্গে এক ক্রিকেট ওয়েবসাইটে আলাপচারিতায় অধিনায়ক হিসেবে নিজের ভবিষ্যতের পরিকল্পনার কথা জানান বাবর। আরও তখনই কোহলি প্রসঙ্গ উঠে আসে। সম্প্রতি কোহলির সাথে যে তুলনাটা হচ্ছে, সেটি পছন্দ নয় বাবরের।
কোহলির চেয়ে অনেক পিছিয়ে রয়েছেন, স্বীকার করে বাবর বলেন, ‘কোহলি সেরা ক্রিকেটারদের মধ্যে একজন। আমি অনেক পিছিয়ে। অনেক কিছু অর্জন করতে হবে আমাকে। কোহলি খুব দ্রুত বিশ্বের সেরা ব্যাটসম্যানের তকমা পেয়েছে। তাই কোহলির সাথে আমার তুলনা হয় না।’
ভবিষ্যতে কোহলির মত হতে চান বাবর। তিনি বলেন, ‘কোহলির মতো ক্রিকেটার হবার চেষ্টা করব। পাকিস্তানকে জেতানো, রেকর্ড গড়ার চেষ্টা করব। যতটা সম্ভব দলের জন্য করার চেষ্টা করবো।’
একজন ব্যাটসম্যান হিসেবে বেশ সফল বাবর। এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে ২৬টি টেস্ট, ৭৪টি ওয়ানডে, ৩৮টি টি-২০ ম্যাচ খেলেছেন বাবর। টেস্টে ৫টি সেঞ্চুরিতে ১৮৫০ রান, ওয়াডেতে ১১টি সেঞ্চুরিতে ৩৩৫৯ রান ও টি-২০তে ১৪৭১ রান করেছেন বাবর।
২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু হয় বাবরের। গেল বছর টি-২০ দলের অধিনায়ক হন তিনি। আর গেল মাসে ওয়ানডে দলের দায়িত্বও পান বাবর। অধিনায়ক হিসেবেও পাকিস্তানকে সাফল্য এনে দিতে চান বাবর। তিনি বলেন, ‘অধিনায়ক হিসেবে আমাকে অনেক দূর যেতে হবে। একজন অধিনায়কের উপর দলের সাফল্য অনেকাংশে নির্ভর করে। অধিনায়ককে সামনে থেকে পুরো দলকে নেতৃত্ব দিতে হয়। আমার লক্ষ্য থাকবে, অধিনায়ক হিসেবেও ভালো করা ও দলকে সাফল্য এনে দেয়া।’
বাসস/এএমটি/১৭৩০/স্বব