বাসস ক্রীড়া-৪ : শ্রীলংকা সফরে যেতে রাজি ভারত

124

বাসস ক্রীড়া-৪
ক্রিকেট-শ্রীলংকা
শ্রীলংকা সফরে যেতে রাজি ভারত
নয়া দিল্লি, ১১ জুন ২০২০ (বাসস) : আগামী আগস্টে নির্ধারিত শ্রীলংকা সফরে যেতে রাজি ভারত। বর্তমান করোনাভাইরাসের কারনে নির্ধারিত ভারতীয় ক্রিকেট দলের সফরটি হুমকির মুখে পড়ে। বিশ্ব ক্রিকেটে আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক অনেক সিরিজ স্থগিত বা বাতিল হয়ে গেছে। এমন অবস্থায় খারতীয় দলের লংকা সফর নিয়েও সন্দেহ সৃস্টি হয়। তবে শ্রীলংকায় করোনা পরিস্থিতি ভালো হওয়ায়, আগস্টে পূর্বনির্ধারিত সিরিজ খেলতে শ্রীলংকায় দল পাঠাতে রাজী হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শ্রীলংকার দৈনিক দ্য আইল্যান্ড এমন খবর প্রকাশ করেছে।
‘দ্য আইল্যান্ড’ প্রকাশিত রিপোর্টে লেখা রয়েছে, ‘গত সোমবারই শ্রীলংকা ক্রিকেট বোর্ডকে সবুজ সংকেত দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শুধুমাত্র সরকারের অনুমতি পেলেই শ্রীলংকা সফরে যাবে ভারত।’
এ ব্যাপরে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, ‘আমরা স্টেডিয়ামের ৩০ থেকে ৪০ শতাংশ পূর্ণ করে খেলা চালু করতে চাই। তাতে দর্শকদের একে অপরের মধ্যে এক মিটার দূরত্ব বজায় থাকবে। যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে স্বাস্থ্য বিভাগ । তারা যদি ফাঁকা স্টেডিয়ামে আয়োজন করতে বলে, তাহলে আমরা তাই করবো। আমরা তাদের নির্দেশিকা মেনেই সব কিছু আয়োজন করবো।’
ঐ কর্মকতা আরও বলেন, ‘দু’দেশের সরকারের সম্মতি হলেই সিরিজটি হবে। এ লক্ষ্যে আমরা কাজ করছি এবং সর্বদা বিসিসিআই’র সাথে যোগাযোগ রক্ষা করছি।’
সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলার কথা রয়েছে ভারত ও শ্রীলংকার।
বাসস/এএমটি/১৭২৭/স্বব