বাসস ক্রীড়া-২ : লিওয়ানোদোস্কির গোলে জার্মান কাপের ফাইনালে বায়ার্ন মিউনিখ

121

বাসস ক্রীড়া-২
ফুটবল-জার্মান কাপ-বায়ার্ন-ফ্রাঙ্কফুর্ট
লিওয়ানোদোস্কির গোলে জার্মান কাপের ফাইনালে বায়ার্ন মিউনিখ
মিউনিখ, ১১ জুন ২০২০ (বাসস/এএফপি): বুন্দেসলিগার শিরোপার দৌড়ে এগিয়ে থাকা বায়ার্ন মিউনিখ দ্বিমুকুট জয়ের পথে বেশ ভালভাবেই টিকে আছে। বুধবার অনুষ্ঠিত জার্মান কাপের সেমি-ফাইনালে তারা ২-১ গোলে এইনট্র্যাখ ফ্রাঙ্কফুর্টকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। এই সময় দুই দলই বিশ^ব্যাপী চলমান বর্ণবাদ বিরোধী আন্দোলনের প্রতি সমর্থন জ্ঞাপন করে।
আঁলিয়াঞ্জ এরিনায় ম্যাচের সূচনা লগ্নে ইভান পেরিসিচের গোলে বায়ার্ন এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে গোলটি পরিশোধ করে ফ্রাঙ্কফুর্টকে সমতায় নিয়ে আসেন ড্যানি ডি কস্তা। তবে ৫ মিনিট পরেই ফের গোল করে বায়ার্নকে জয় এনে দেন পোলিশ তারকা লিওয়ানোদোস্কি।
ফাইনালে বায়ার লেভারকুজেনের মোকাবেলা করবে বায়ার্ন। মঙ্গলবার চতুর্থ বিভাগের ক্লাব সারবুকেন এর বিপক্ষে ৩-০ গোলের জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ক্লাবটি। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ৪ জুলাই অনুষ্ঠিত হবে জার্মান কাপের ফাইনাল।
খেলা শেষে প্রথম গোলের নেপথ্য কারিগর বায়ার্ন তারকা থমাস মুলার বলেন,‘গোল পোস্টে এসে আমরা প্রতিবার সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছি। বিরতির আগেই আমাদের দুই বা তিন গোল দেয়া উচিৎ ছিল। তাতে আমাদের খেলা আরো সহজ হয়ে উঠতো।’
ম্যাচের ১৪ মিনিটে ক্রোয়েট মিডফিল্ডার ইভান পেরিসিচের হেডে এগিয়ে যায় বায়ার্ন। মাঠে একচেটিয়া আধিপত্য করলেও বিরতির আগে আর গোলের দেখা পায়নি তারা।
দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে জার্মান ডিফেন্ডার ডি কস্তার গোলে সমতায় ফেরে ফ্রাঙ্কফুর্ট। তবে এর পাঁচ মিনিট পরই জসুয়া কিমিচের পাস থেকে জয়সূচক গোলটি করেন লিওয়ানোদোস্কি। প্রথমে অফসাইডের বাঁশি বাঁজালেও পরে ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়ে গোল এর অনুমোদন দেন কর্তব্যরত রেফারি।
মৌসুমে লিওয়ানোদোস্কির এটি ছিল ৩৯ ম্যাচে ৪৫ তম গোল।
বুন্দেসলিগা শিরোপা থেকে আর মাত্র দুটি জয় থেকে দূরে থাকা বায়ার্ন এই নিয়ে সব প্রতিযোগিতা মিলে শেষ ২১ ম্যাচের ২০টিতেই জয়লাভ করেছে।
বাসস/এএফপি/এমএইচসি/১৭১৫/নীহা