নাটোরে লটারির মাধ্যমে ধান সরবরাহকারী কৃষক নির্বাচন

297

নাটোর, ১১ জুন, ২০২০ (বাসস) : জেলার সরকারি খাদ্য গুদামে বোরো ধান সরবরাহকারী কৃষক নির্বাচনে আজ লটারি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নাটোর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এই লটারি সম্পন্ন করে জনপ্রতি ১ টন করে ধান সরবরাহে ৪৫৯ জন কৃষক নির্বাচন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি অফিসার মেহেদুল ইসলাম এবং উপজেলার সাতটি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, উৎপাদিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করে প্রান্তিক পর্যায়ে কৃষকদের কাছে এর সুফল পৌঁছে দিতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হলো।
উপজেলা কৃষি অফিসার মো. মেহেদুল ইসলাম জানান, ইউনিয়ন পর্যায়ে বোরো ধান উৎপাদনের আনুপাতিক হার বিবেচনা করে কার্ডধারী আগ্রহী দুই সহ¯্রাধিক কৃষকের মধ্যে থেকে সৌভাগ্যবান ৪৫৯ জন কৃষক নির্বাচন করা হয়েছে। নির্বাচিত কৃষকরা ২৬ টাকা কেজি দরে জনপ্রতি ১ টন করে ধান আগামী ৩১ আগস্টের মধ্যে সরবরাহ করবেন।