বরগুনায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা বৃত্তি প্রদান

238

বরগুনা, ১১ জুন, ২০২০ (বাসস) : জেলার বেতাগিতে আজ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/দলিত সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য উপকরণ ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় এই উদ্যোগ।
বেতাগি উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে আয়োজিত শিক্ষ, স্বাস্থ্য উপকরণ ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন।
উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান, পৌর মেয়র এ,বি,এম গোলাম কবির প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাজীব অহসান।