ডি আর কঙ্গোতে মিলিশিয়াদের হামলায় ৯ জন নিহত

341

বুনিয়া, ১১ জুলাই, ২০২০ (বাসস ডেস্ক) : ডি আর কঙ্গোর পূর্বাঞ্চলীয় প্রদেশ ইতুরিতে মঙ্গলবার দিনের শেষ দিকে জাতিগত মিলিশিয়া বাহিনীর হামলায় ৫ শিশুসহ ৯ বেসামরিক লোক নিহত হয়েছে। ২০১৭ সালের পর থেকে সেখানে প্রায় ১ হাজার বেসামরিক লোক হত্যা করা হয়েছে।
দুর্গম এই প্রদেশটিতে সর্বশেষ এই হামলার জন্য সিওডিইসিও নামে পরিচিত (দ্য কোঅপারেটিভ ফর দ্য ডেভলপমেন্ট অব দ্য কঙ্গো) জাতিগত মিলিশিয়াদের দায়ী করা হয়।
স্থানীয় সিভিল সোসাইটির সভাপতি চ্যারিটি বানজা এএফপিকে জানান, দিগু এলাকার লেনগা গ্রামে হামলা চালিয়ে মিলিশিয়ারা ৯ বেসামরিক লোক হত্যা করেছে এবং হামলায় আরো অনেক আহত হয়েছে।
তিনি জানান, মিলিশিয়ারা অন্তত ১৫০ টি বাড়ি পুড়িয়ে দিয়েছে এবং কিছু বাসিন্দা মৃতদেহগুলো সমাহিত করার পরে এলাকা থেকে পালিয়ে গেছে।
সামরিক বাহিনীর মুখপাত্র জুলেস নগোনগো এই হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ইতুরি হচ্ছে ইস্টার্ন ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো’র অন্যতম সংঘাত প্রবণ প্রদেশ।
সেনাবাহিনী বলেছে, তারা ৮ সিওডিইসিও সদস্যকে হত্যা করেছে এবং আরো অনেককে গ্রেফতার করেছে।