বাজিস-২ : কুমিল্লায় সড়কের পাশে ৩ হাজার চারা রোপণ করছে ছাত্রলীগ

161

বাজিস-২
বৃক্ষ-রোপণ-ছাত্রলীগ
কুমিল্লায় সড়কের পাশে ৩ হাজার চারা রোপণ করছে ছাত্রলীগ
কুুমিল্লা (দক্ষিণ), ১১ জুন, ২০২০ (বাসস) : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশক্রমে জেলার বিভিন্ন সড়কের পাশে প্রায় ৩ হাজার ফলদ ও বনজ বৃক্ষের চারা রোপণ করছে ছাত্রলীগ।
আজ সকাল থেকে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিকের নেতৃত্বে দেবিদ্বার উপজেলা সড়কের পাশে বিভিন্ন জাতের চারা রোপন করা হয়। এসময় তারা আম, কাঁঠাল, পেয়ারাসহ কিছু বনজ বৃক্ষের চারাও রোপণ করেন।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক বাসসকে জানান, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ বৃক্ষ রোপণ অভিযান শুরু করেছে। অভিযান সফল করতে আমরা উত্তর জেলার প্রতিটি ইউনিটে বৃক্ষ রোপণ করছি। সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ বাসসকে জানান, মানবিক ও সামাজিক কাজে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সব সময় এগিয়ে। বৃক্ষ রোপণ অভিযান সফল করতে আমরা কুমিল্লা উত্তর জেলায় বিভিন্ন জাতের বৃক্ষ রোপণ করছি।
বাসস/সংবাদদাতা/১২০৫/কেজিএ