বাসস বিদেশ-১ : মেক্সিকোতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে

211

বাসস বিদেশ-১
মেক্সিকো-ভাইরাস-মৃত্যু
মেক্সিকোতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে
মেক্সিকো সিটি, ১১ জুন, ২০২০ (বাসস ডেস্ক) : মেক্সিকোতে মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে গেছে। এদিকে দেশটিতে একদিনে সর্বোচ্চ সংখ্যক লোক করোনায় আক্রান্ত হয়েছে। খবর এএফপি’র।
স্বাস্থ্য কর্মকর্তা জোসে লুইস অ্যালোমিয়া এক সংবাদ সম্মেলনে বলেন, মেক্সিকোতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে ৭০৮ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ১৫ হাজার ৩৫৭ জনে দাঁড়ালো।
এদিকে একদিনে মেক্সিকোতে নতুন করে আরো ৪ হাজার ৮৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ২৯ হাজার ১৮৪ জনে দাঁড়ালো।
বাসস/এমএজেড/১০৫৫/-জেহক