আইসিসির নতুন নিয়মকে স্বাগত জানালেন মোমিনুল

434

ঢাকা, ১০ জুন ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে ক্রিকেটের নিয়মে পাঁচটি পরিবর্তন এনেছে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসির সাময়িক নিয়ম পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মোমিনুল হক।
আইসিসির পাঁচটি নিয়মের মধ্যে, বল-এ থুথু নিষিদ্ধ আছে। করোনাভাইরাসের মধ্যে বল-এ থুথু ব্যবহারে সংক্রমন ছড়াতে পারে, তাই এটিকে নিষিদ্ধ করেছে আইসিসি। আইসিসির ক্রিকেট কমিটির সুপারিশেই বল-এ থুথু নিষিদ্ধ করা হয়েছে।
মোমিনুল জানান, কোভিড-১৯এর ভ্যাকসিন আবিস্কারের আগে ক্রিকেটারদের আইসিসি নতুন নিয়মের সাথে মানিয়ে নিতে হবে।
তিনি বলেন, ‘যেহেতু আমাদের এই মূর্হুতে কিছুই করার নেই। সংক্রমনের ঝুঁকি বেশি থাকায়, আমাদের নতুন নিয়মের সাথে মানিয়ে নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘বোলাররা থুথু ব্যবহারে অনুমতি না পাওয়ায় সমস্যায় পড়বে। বল শাইন করাটা তাদের কঠিনই বটে। যাইহোক, সুরক্ষার জন্য আপনাকে মানিয়ে নিতে হবে।’
পুনরায় ক্রিকেট ফিরিয়ে আনার জন্য, সকলকে নতুন নিয়মের সাথে মানিয়ে চলার আহ্বান জানিয়েছেন মোমিনুল। তিনি বলেন, ‘আমরা জানি না, কবে-কখন ভাইরাসটি চলে যাবে। তাই নতুন নিয়মকে স্বাগত জানানোই ভালো। আমাদের সতর্ক এবং সুরক্ষিত থাকতে হবে। কারন, আমরা জানি না, আমরা কতদিন এই পরিস্থিতিতে এভাবে থাকবো।’
আইসিসির নতুন নিয়মে করোনা বদলি খেলোয়াড় রয়েছে। যদি ম্যাচ চলাকালীন কোন খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়ে পড়েন, তবে তার পরিবর্তে অন্য একজন খেলোয়াড়কে মাঠে নামানো যাবে। এ নিয়মটি শুধুমাত্র টেস্টের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু এই বিষয়টি নিয়ে দ্বিধা-দ্বন্দে আছেন মোমিনুল।
তিনি বলেন, ‘আমি জানি না, কিভাবে এটি কাজ করবে। কখন-কখনও এই লক্ষন প্রকাশ হতে তিনদিন সময় নেয় এবং প্রায়ই কোন টেস্ট ম্যাচ তিনদিনে শেষ হয়। তবে আমি মনে করি, টেস্ট খেলতে গিয়ে যদি কোন খেলোয়াড় সংক্রমিত হয়, খেলোয়াড় ও অফিসিয়ালকে কোয়ারেন্টাইনে পাঠানো হবে। তাই ম্যাচের আগে খেলোয়াড়দের পরীক্ষা করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।’