বাসস ক্রীড়া-১৩ : থুথু নিষিদ্ধ হওয়ায় ‘রোবট’-এ পরিণত হবে বোলাররা : ওয়াসিম

117

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-আকরাম
থুথু নিষিদ্ধ হওয়ায় ‘রোবট’-এ পরিণত হবে বোলাররা : ওয়াসিম
করাচি, ১০ জুন ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে ক্রিকেটের নিয়মে পাঁচটি পরিবর্তন এনেছে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাঁচটি নিয়মের মধ্যে আছে, বল-এ থুথু নিষিদ্ধ। অর্থাৎ, বল-এ থুথু ব্যবহার করতে পারবেন না বোলাররা। তবে এটিকে মানতে পারছেন না পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। তার মতে, লালা নিষিদ্ধ হওয়ায় বোলাররা এখন ‘রোবট’ হয়ে গেল।
ঐতিহ্যগতভাবেই বল-এ সুইং করতে উজ্জলতা ধরে রেখে এক পাশে থুথু ববহার করতো রোলাররা। কিন্তু করোনাভাইরাসের কারনে সংক্রমন বাড়তে পারে, এজন্য বল-এ থুথু নিষিদ্ধ করেছে আইসিসি।
সতর্ক করার পরও বল-এ থুথু ব্যবহার করলে পাঁচ রান জরিমানা করে ব্যাটিং দলকে দেয়া হবে। তবে বল-এ থুথু নিষিদ্ধ হওয়ায় বোলারদের আর কোন কারুকাজ থাকলো না বলে মনে করেন আকরাম, ‘থুথ ব্যবহার নিষিদ্ধ হওয়ায় বোলাররা এখন রোবটে পরিণত হবে। কেউ আসবে এবং কোনো সুইং ছাড়া বল করবে। বোলাররা কোন সুবিধা পাবে না। ব্যাটসম্যানদের জন্য সবকিছু আরও সহজ হয়ে গেল।’
বোলারদের জন্য এখন সুইং করানো অনেক কষ্টকর হবে বলে জানান আকরাম, ‘আমার পুরো ক্রিকেট ক্যারিয়ারে বল শাইন করতে এবং সুইং করাতে মুখের থুথু ব্যবহার করেছি। সুইং করানোর জন্য বোলারদের এখন বল পুরনো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা বোলারদের জন্য অনেক কঠিন কাজ হয়ে গেল। আমি বর্তমান সময় নিয়ে সতর্ক ও উদ্বিগ্ন। কিন্তু বোলারদের জন্য সমস্যাকর হয়ে গেল।’
ঘাম ব্যবহারে কোন নিষেধাজ্ঞা দেয়নি আইসিসি। কিন্তু সেটি হিতে-বিপরীত হতে পারে বলে মনে করেন আকরাম। তিনি বলেন, ‘অতিরিক্ত ঘাম ব্যবহার করলে বল ভারি হয়ে যেতে পারে। এতে কোন উপকার পাবে না বোলাররা।’
তবে দ্রুতই থুথুর বিকল্প কিছু আসবে বলে মনে করেন আকরাম। তিনি বলেন, ‘আমি মনে করি, থুথুর বিকল্প হিসেবে যুক্তিসঙ্গত সমাধান খুঁজতে হবে। ভ্যাসলিনের মতো কৃত্রিম পদার্থগুলিকে বল সুইংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে। তবে সেটি কর্তটা কার্যকর হবে তা বলা যাচ্ছে না। কারণ আমি কখনো কাউকে কৃত্রিম কিছু ব্যবহার করতে দেখিনি।’
বাসস/এএমটি/১৯৩০/স্বব