বাসস ক্রীড়া-১২ : ‘নীল আর্মব্যান্ড’ পরে খেলার পরিকল্পনা ইংল্যান্ডের ক্রিকেটারদের

115

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-ইংল্যান্ড
‘নীল আর্মব্যান্ড’ পরে খেলার পরিকল্পনা ইংল্যান্ডের ক্রিকেটারদের
লন্ডন, ১০ জুন ২০২০ (বাসস) : করোনাযোদ্ধাদের সম্মান জানাতে আগামী মাস থেকে দেশের মাটিতে শুরু হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ‘নীল আর্মব্যান্ড’ পরে খেলার সিদ্বান্ত নিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা।
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়ে যাওয়া জাতীয় স্বাস্থ্য সেবার (ন্যাশনাল হেলথ সার্ভিস-এনএইচএস) কর্মীদের সম্মান জানানোর লক্ষ্যে নীল আর্মব্যান্ড পরে খেলতে নামার সিদ্বান্ত নেন স্টোকস-বাটলাররা। তবে এখনো চূড়ান্ত হয়নি বিষয়টি, আলোচনা চলছে।
অতীতে দেখা গেছে, কোন খেলোয়াড় বা বিশেষ ব্যক্তি মারা গেলে জার্সির হাতায় কালো আর্মব্যান্ড বা বুকে কালো ব্যাজ পরে খেলতে নামেন ক্রিকেটাররা। তবে এবার আর্মব্যান্ডের নতুন অধ্যায় দেখবে বিশ্ব। জাতীয় স্বাস্থ্য সেবার কর্মীদের জন্য নীল রঙের আর্মব্যান্ড পড়বেন ইংল্যান্ডের খেলোয়াড়রা।
করোনাভাইরাসের কারণে লকডাউন শুরুর পর থেকেই জাতীয় স্বাস্থ্য সেবার কর্মীদের ভিন্ন উপায়ে সম্মান জানাচ্ছে যুক্তরাজ্য। টানা কয়েক মাস বৃহস্পতিবার রাত ৮টায় নিজ নিজ বাসার বারান্দায় দাঁড়িয়ে জাতীয় স্বাস্থ্য সেবার কর্মীদের জন্য হাততালি কর্মসূচি পালন করে যাচ্ছে যুক্তরাজ্যের মানুষ।
আগামী ৮ জুলাই থেকে শুরু হবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ। ইতোমধ্যে সিরিজ খেলতে এক মাস আগেই ইংল্যান্ডে পৌছিয়ে গিয়েছে ক্যারিবীয়রা।
বাসস/এএমটি/১৯৩০/স্বব