বাসস দেশ-২০ : শাবিতে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের নামে ছাত্রী হল নির্মিত হচ্ছে

107

বাসস দেশ-২০
শাবি-ফজিলাতুন্নেছা-হল
শাবিতে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের নামে ছাত্রী হল নির্মিত হচ্ছে
সিলেট, ১০ জুন,২০২০( বাসস) : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর নামে নির্মিত হচ্ছে নতুন আবাসিক ছাত্রী হল।
শাবিপ্রবির ছাত্রীদের আবাসিক ও প্রশাসনিক কার্যক্রমের সুবিধার্থে দুইটি বহুতল ভবন নির্মাণের লক্ষ্যে ৯ জুন মঙ্গলবার পৃথক দুইটি ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
শাবিপ্রবির প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান বলেন,বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে আরও দুইটি ভবন নির্মাণের চুক্তি সম্পন্ন হয়েছে।ভবন দুইটির একটি ছাত্রীদের জন্য ৪তলা বিশিষ্ট আবাসিক হল ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হল’,যেখানে প্রায় ৫০০ ছাত্রী আবাসনের ব্যাবস্থা থাকবে।যার ফলে শাবিপ্রবির ছাত্রী হলের আবাসিক সংকট অনেকটা লাঘব হবে।
তিনি বলেন,অপরটি ৫তলা বিশিষ্ট ‘সেন্টার অব এক্সিলেন্স’ ভবন’,যা নির্মিত হলে এ বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে গবেষণা,সেমিনার সহ একাডেমিক কাজে সহায়ক হবে। আগামী ২০২২ সনের মাঝামাঝিতে এর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে চুক্তি স্বাক্ষরকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলামের নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন, প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
বাসস/সংবাদদাতা/এসএস/১৯০০/কেকে