ব্রক্ষ্মপুত্র ও যমুনা ছাড়া প্রধান নদ-নদীর পানি স্থিতিশীল রয়েছে

371

ঢাকা, ১০ জুন, ২০২০(বাসস) : দেশের পর্যবেক্ষণাধীন ১০১ টি পানি স্টেশনের মধ্যে ৪৩ টি স্টেশনের পানি বৃদ্ধি পেয়েছে।
এর মধ্যে হ্রাস পেয়েছে ৫৬ টি পানি স্টেশনের অপরিবর্তিত রয়েছে ২ টির।
আজ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রক্ষ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদ নদীর পানি স্থিতিশীল আছে এবং মেঘনা নদীর অববাহিকার নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।