বাজিস-৬ : নীলফামারীতে অগ্নিকান্ডে ৮টি ঘর ভষ্মিভূত

100

বাজিস-৬
অগ্নিকান্ড-নীলফামারী
নীলফামারীতে অগ্নিকান্ডে ৮টি ঘর ভষ্মিভূত
নীলফামারী, ১০ জুন, ২০২০ (বাসস) : জেলা সদরে অগ্নিকান্ডে ৮টি ঘর পুড়ে ছাই হয়েছে। আজ ভোরে চরড়া বড়গাছা ইউনিয়নের নতিবাড়ি গ্রামে ঘটনাটি ঘটে। আগুন নেভাতে গিয়ে এক ব্যক্তি আহত হলে তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন জানান, আজ ভোরে গ্রামের রমজান আলীর বাড়িতে মশা তাড়ানোর কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে রমজান আলীসহ আরো দুই পরিবারের বসতঘরসহ অন্যান্য ঘর, ঘরে থাকা আসবাবপত্র ও নগদ অর্থ পড়ে ছাই হয়। আগুন নেভাতে গিয়ে মোহাম্মদ আলী (৬৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে নীলফামারী দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলে রক্ষা পায় পাশ্ববর্তী ১৪টি পরিবার।
নীলফামারী দমকল বাহিনীর দলনেতা আব্দুল খালেক বলেন, ‘তিন পরিবারের ৮টি ঘর পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে এক জন আহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ দুই লাখ টাকার মতো।
বাসস/সংবাদদাতা/১৭৩৫/কেজিএ