পেরুতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেছে

448

লিমা, ১০ জুন, ২০২০ (বাসস ডেস্ক) : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের আরেকটি কেন্দ্র হিসাবে দেখা দেয়া পেরুতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা মঙ্গলবার ২ লাখ ছাড়িয়ে গেছে। ফলে করোনায় আক্রান্তের দিক থেকে দক্ষিণ আমেরিকার এ দেশটি বিশ্বে অষ্টম সর্বোচ্চ স্থানে উঠে এসেছে। পেরুর স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানায়। খবর এএফপি’র।
পেরুতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে এ পর্যন্ত ৫ হাজার ৭৩৮ জনে এবং আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লাখ ৩ হাজার ৭৩৬ জনে দাঁড়িয়েছে। আগের দিনের চেয়ে আজ করোনায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার বেড়ে গেছে।
মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাসে নতুন করে ১৬৭ জনের প্রাণহানি ঘটেছে।
পরিসংখ্যান অনুযায়ী, ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে আক্রান্তের সংখ্যার দিক থেকে পেরু এখন কেবলমাত্র ব্রাজিলের পেছনে রয়েছে। ব্রাজিল হচ্ছে ল্যাটিন আমেরিকার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ। এদিকে মৃতের সংখ্যার দিক থেকে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে পেরু তৃতীয় স্থানে উঠে এসেছে। এক্ষেত্রে প্রথম স্থানে ব্রাজিল ও দ্বিতীয় স্থানে মেক্সিকো রয়েছে।
প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা ঘোষিত ১২ সপ্তাহের লকডাউন চলায় পেরুর অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে।