বাসস দেশ-২৫ : ফায়ার সার্ভিসের দুই কর্মকর্তাসহ ৫৪ জন করোনা থেকে সুস্থ

311

বাসস দেশ-২৫
ফায়ার-করোনা
ফায়ার সার্ভিসের দুই কর্মকর্তাসহ ৫৪ জন করোনা থেকে সুস্থ
ঢাকা, ৯ জুন, ২০২০ (বাসস) : ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুই কর্মকর্তাসহ ৫৪ জন করোনা থেকে সুস্থ্ হয়েছেন। এরমধ্যে অনেকে কাজে যোগদান করেছেন।
করোনাভাইরাস সংক্রমণ রোধে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে আজ পর্যন্ত ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১১ কর্মকর্তাসহ ১৪১ জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
আজ মঙ্গলবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বাসসকে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১১ কর্মকর্তা সহ ১৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে দুইজন কর্মকর্তাসহ ৫৪ জন এখন পর্যন্ত সুস্থ হয়েছেন।
তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে আটজনকে হোম কোয়ারেন্টিনে এবং বাকি ৭৮ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন একজন। এছাড়া ৫৪ জন আইসোলেশনে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন।
আজ মঙ্গলবার ফায়ার সর্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে ১৮ জন সদর দফতর সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের, ১৯ জন তেজগাঁও ফায়ার স্টেশনের, ১৯ জন অধিদফতরের বিভিন্ন শাখার, ৯ জন সদরঘাট ফায়ার স্টেশনের, ১২ জন হাজারীবাগ ফায়ার স্টেশনের, ৮ জন ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের, ১২ জন ডিইপিজেট ফায়ার স্টেশনের (সাভার), আটজন সাভার ফায়ার স্টেশনের, একজন লালবাগ ফায়ার স্টেশনের, একজন মোহাম্মদপুর ফায়ার স্টেশনের, দুজন মানিকগঞ্জ ফায়ার স্টেশনের, চারজন চট্টগ্রাম লামার ফায়ার স্টেশনের, তিনজন ডেমরা ফায়ার স্টেশনের, চারজন খিলগাঁও ফায়ার স্টেশনের, পাঁচজন মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের, একজন পলাশী ফায়ার স্টেশনের, পাঁচজন সিলেট ফায়ার স্টেশনের, একজন বড়লেখা ও একজন কুলাউড়া ফায়ার স্টেশনের (সিলেট), একজন টাঙ্গাইল ফায়ার স্টেশনের, একজন সালতা ফায়ার স্টেশনের (ফরিদপুর), একজন সৈয়দপুর ফায়ার স্টেশনের (নীলফামারী), তিনজন বারিধারা ফায়ার স্টেশনের এবং দুজন পোস্তগোলা ফায়ার স্টেশনের কর্মী।
আক্রান্তদের পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিস সেন্টার ও রূপগঞ্জের ইউসুফগঞ্জ স্কুলসহ (নারায়ণগঞ্জ) বিভিন্ন স্থানে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। একজন সৈয়দপুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সংবাদ বিঞ্জপ্তি আরও বলা হয়, করোনা আক্রান্তদের সবাই বর্তমানে ভালো আছেন। এদের মধ্যে ৫৪ জনের পরপর দুইবার নমুনা পরীক্ষায় নেগেটিভ হওয়ায় তাদের সুস্থ ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে সদরঘাট ফায়ার স্টেশনের ৯ জনের মধ্যে ৯ জনই সুস্থ। অন্য সুস্থরা হলেন অধিদফতরের পাঁচজন, সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ১২ জন, কন্টোল রুমের ছয়জন, তেজগাঁও ফায়ার স্টেশনের ১৪ জন, হাজারীবাগ ফায়ার স্টেশনের তিনজন, মোহাম্মদপুর ফায়ার স্টেশনের একজন, ডিইপিজেড ফায়ার স্টেশনের (সাভার) একজন ও পোস্তগোলা ফায়ার স্টেশনের দুজন রয়েছেন।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৯২৫/এবিএইচ