তিনটি ভেন্যুতে অনুশীলনে ফিরছে আয়ারল্যান্ড

223

ডাবলিন, ৯ জুন ২০২০ (বাসস) : করোনাভাইরাসের কারনে দীর্ঘ দিনের লকডাউনের পর অবশেষে অনুশীলনে ফিরছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। সরকারি কঠোর স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত তিন ভেন্যুতে অনুশীলন শুরু করছে আয়ারল্যান্ড। মূলত ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার আশা নিয়ে অনুশীলন শুরু করবে আইরিশরা।
দক্ষিণ-ভিত্তিক খেলোয়াড়রা ক্রিকেট আয়ারল্যান্ডের হাই পারফরমেন্স সেন্টারে ফিরবেন। পুরুষ-নারী ক্রিকেট দলের উত্তরাঞ্চলীয় খেলোয়াড়রা স্টরমন্ট ও বিড্রে’তে অনুশীলন করবেন।
এক বিবৃতিতে আয়ারল্যান্ড বোর্ড জানিয়েছে, এই সপ্তাহ থেকেই পুরুষ ও নারী দল অনুশীলন শুরু করবে। খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষার জন্য সকল ব্যবস্থাই নেয়া হয়েছে। তাপমাত্রা মাপাসহ সকল স্বাস্থ্য বিধি মেনে অনুশীলন করতে হবে।’
ইংল্যান্ডের সাথে সিরিজটির জন্য বেশ কয়েক সপ্তাহ ধরেই ইসিবির সাথে আলোচনা করছে আয়ারল্যান্ড। আলোচনায়, সিরিজটি সেপ্টেম্বর থেকে জুলাইয়ে এগিয়ে নিয়ে কথা হয়েছে।
করোনাভাইরাসের কারনে আয়ারল্যান্ডের খেলোয়াড়দের বেতন কর্তন করা হয়নি। চুক্তিবদ্ধ ক্রিকেটাররা পুরো বেতনই পেয়েছেন। যদিও তাদের ম্যাচ ফি থেকেই আয় হয়ে থাকে।