বাসস দেশ-১৯ : চট্টগ্রামের ৭৬ কিলোমিটার সড়কে এলইডি বাতি প্রকল্পের উদ্বোধন

131

বাসস দেশ-১৯
এলইডিবাতি-প্রকল্পের-উদ্বোধন
চট্টগ্রামের ৭৬ কিলোমিটার সড়কে এলইডি বাতি প্রকল্পের উদ্বোধন
চট্টগ্রাম, ৯ জুন, ২০২০ (বাসস) : জাইকার অর্থায়নে প্রায় ৪২ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম নগরীর ৭৬ কিলোমিটার সড়কে এলইডি লাইট স্থাপন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার নগড়ীর জিইসি মোড়ে এই প্রকল্পের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, শৈবাল দাশ সুমন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল সোহেল আহমদ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র নাছির উদ্দিন বলেন, নগরের ৪১ ওয়ার্ডে এলইডি লাইট স্থাপনের ফলে প্রতি মাসে বিপুল পরিমাণ বিদ্যুৎ খরচ সাশ্রয় হচ্ছে। শহরের রাস্তাঘাটে আলোর পরিমাণ আগের চেয়ে অনেকগুণ বেড়েছে। বিদ্যুৎ ব্যয় সাশ্রয়ের পাশাপাশি বেশি আলো পাওয়া যাচ্ছে। মূলত এ কারণেই সড়কবাতি হিসেবে এলইডি লাইট স্থাপিত হচ্ছে।
সিটি মেয়র আরো বলেন, ইতোপূর্বে এসব রোডে ১৫০ ওয়াটের সোডিয়াম বাতি ছিল। এলইডি বাতি সংযোজনের মধ্য দিয়ে আলোকায়নে চট্টগ্রামে নতুন যুগের সুচনা করেছিলাম। এরই ধারাবাহিকতায় ৪১টি ওয়ার্ডে সড়ক, গলি, উপ-গলিতে পরিবেশবান্ধব এলইডি বাতি সংযোজন করার কাজ চলমান ও শেষ পর্যায়ে রয়েছে। এতে করে চসিকের বিদ্যুৎ বিলে বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হচ্ছে।
বাসস/জিই/কেএস/১৮০০/কেকে