বাজিস-২ : নওগাঁয় বিজিবির ত্রাণ সামগ্রী বিতরণ

135

বাজিস-২
বিজিবি-ত্রাণ
নওগাঁয় বিজিবির ত্রাণ সামগ্রী বিতরণ
নওগাঁ, ৯ জুন, ২০২০ (বাসস) : জেলার পোরশা ও সাপাহারে কোভিড-১৯ এর কারণে কর্মহীন দুস্থ ও অসহায় হয়ে পড়া পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিজিবি। বিদ্যানন্দ ফাউন্ডেশনের অর্থায়নে গতকাল ১৬ বিজিবি’র নওগাঁ সদর দপ্তরে ৩ হাজার ২শ’ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সীমান্ত পাবলিক স্কুল চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ। এ সময় নওগাঁস্থ ১৬ বিজিবি’র অধিনায়ক লে কর্নেল একেএম আরিফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পরিবার প্রতি ৪ কেজি চাল, ২ কেজি ডাল, ৪ কেজি আটা এবং ৫শ’ গ্রাম করে লবন বিতরণ করা হয়। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বাসস/সংবাদদাতা/১৩৩০/কেজিএ