‘আমরা সত্যিই ভাগ্যবান’

216

অকল্যান্ড, ৮ জুন ২০২০ (বাসস) : এ সময়ের সেরা ক্রিকেটারের তকমাটা আছে ভারত অধিনায়ক বিরাট কোহলি ও নিউজিল্যান্ড দলপতি কেন উইলিয়ামসনের গায়ে। তাদের সাথে আছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট ও অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথও। এ সময়ে বিশ্বের সেরা খেলোয়াড়দের সাথে খেলতে পারাটাকে উপভোগ করছেন উইলিয়ামসন। তবে কোহলির সাথে দীর্ঘ দিনের পরিচয়ের সূত্রে, ভারত দলপতির প্রতিপক্ষ হয়ে খেলতে পারাকে ভাগ্যবান বলে মন্তব্য করলেন উইলিয়ামসন।
কোহালির সম্পর্কে বলতে গিয়ে উইলিয়ামসন বলেন, ‘আমরা ভাগ্যবান যে একে অন্যের বিপুক্ষে খেলতে পারছি। খুব কম বয়সে আমাদের পরিচয় হয়। আমাদের বন্ধুত্বপূর্ণ সর্ম্পক। শৈশব থেকে কোহলির উন্নতি দেখতে পারাটা দুর্দান্ত। আন্তর্জাতিক ক্রিকেটে দারুন এক চৌকস খেলোয়াড় সে। দীর্ঘ দিন ধরে আমরা একে অন্যের বিরুদ্ধে খেলছি। এটা একটা দারুন ব্যাপার।’
২০০৮ সালে মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সময় প্রথম দেখা হয় কোহলি-উইলিয়ামসনের। সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় কোহালির ভারত। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়নও হয় ভারত।
দেখা হলেই, ক্রিকেট নিয়ে নিজেদের মধ্যে বিস্তর আলোচনা করে থাকেন বলে জানান উইলিয়ামসন। তিনি বলেন, ‘গত কয়েক বছর ধরে আমরা ক্রিকেট নিয়ে নিজেদের মত বিনিময় করছি। আমরা নিজেদের দৃষ্টিভঙ্গি, কিছু সৎ ভাবনা আদান-প্রদান করছি। শারীরিক দিক থেকে খেলার ধরণ এবং মাঠে আমাদের চরিত্র কিছুটা আলাদা হওয়ার পরও কিছু ক্ষেত্রে মিল খুঁজে পেয়েছি। বেশ কিছু ক্ষেত্রে একমতও হয়েছি। যদিও আমাদের খেলার ধরন আলাদা।’